ইন্দ্রানী,একটা ঘর দিও আমাকে আকাশে তোমার,
জানি চলে যাওয়ায় আমার ফুরোবে না রাত,
মনের খাতায় তবু লিখে রেখ আমাকে,
ক্থাগুলো আমার বলো তবু তুমি ক্থায়।


হঠাত দেখা যদি,অচেনা মুখ কোন ভালবাসার,
হ্ঠাত যদি বলা কার  ও-
'ইন্দ্রানী ভালবাসি,শুধু ভালবাসি তোমাকে'।
হয়তো ফিরে আসা সে তো আমিই  তোমার,
ফিরে আসা নতুন মুখে ভালবাসার আমি।


হাত ধরায় হিমছড়ির নতুন বিকেলটায়,
নতুন হাত আরেক,
কথা নেই কোন পুরোনো, অচেনার চেনায়,
জেন সে তো আমিই তোমার,ভালবাসার চেনা অচেনা।


হঠাত করে বলে ফেলো,
'তুমি কি ফিরে এলে
খুজেছি অনেক তোমাকে শরীরের ভালবাসায়,
তুমি ছাড়া আমি যে অচেনা আমারই আকাশে,
তুমি যে আমার নীল বসন্ত,্জীবন ভরা জীবনের গান'।