কোন কিছুই যাবে না বলা,
যদি বলি কৃষ্ণের লীলা-একটা শরীরের সুর,
রবিবাবুর রানু-যে আরেকটা যৌবন খোঁজার গান,
চীৎকারে সবার ছুঁয়ে যাওয়া আকাশ।


চিৎকারের সুরে বলবে-ওরা,
জানা নেই তোমার,
জানা নেই তোমার-কিছুঁই,
ভালবাসার সকাল,চাওয়ার দুপুর।


বলবে সবাই-
ভালবাসায় আছে শুধু ভালবাসার দেশ,
শরীর  নেই কোন ওখানে ,
শরীর কোন শরীর নয়।


  
যাবে না বলা-
পূজোবাড়ীর ভাষাটায়-নেই দেবতার সুর,
ধর্মের কথায় নেই কোন ধর্মের গান,
বাঙ্গালীপনায় অযথা খোঁজা মুক্তির গানের সনদ-
বলবে ওরা
তুমি ছন্নছাড়া সুরের আরেকজন।