হারিয়ে আত্ববিশ্বাস সাহসিকতাকে মুড়েছে ভয়
পারবো কি জাগাতে পুনঃ বাধা পেরিয়ে জয়?


অলসতায় বর্তমান গালগল্পেই ধূলিসাৎ
অবজ্ঞায় ভবিষ্যতে সুখ আসে কী অকস্মাৎ?


নিয়তির ভরষায় জড়িয়ে গেছে দেহ
বিজলীর মতো আর্তনাদেও শুনছেনা কেহ?


লোনাজলে সাঁতরে আজ নয় সেতো পাথারে
চোখের কোণে জমাট অশ্রু গড়িয়ে পড়ে অঝোরে ।


শ্বেত হইল পাপড়ির নিচে আটকে থাকা কোষ
কপোল তবু কৃষ্ণই রইল কারণ কর্মদোষ ।


রোগাক্রান্ত চেহারা আজ অগোছালো জীবন
ইচ্ছে গুলোর অকাল প্রয়াণ দিচ্ছে খুব পীড়ন ।


ধরার কাছে চেয়েছিলাম খুব কি আর বেশি
একমুঠো সুখ চেয়ে বনে গেছি দাসী ।


জীবনখাতার ক্যালকুলাসে সব হিসাবই অসীম
জলে নাতো বন্হি, কিভাবে জ্বালাবো পীদিম ।


সুস্থ থেকেও হাঁটতে হয় খুড়িয়ে
চিন্তায় এবয়সেও গিয়েছি বুড়িয়ে ।


প্রচেষ্টায় বারংবার ধৈর্য্যে বেঁধে বুক
লক্ষ্যে একটাই, একমুঠো সুখ ।


খুঁজে ফিরি ভাগ্যে? খুঁজি এ ধরায়
আছে কি সুখ নাকি নাই ।


ছুটোছুটিয় বক্ষ চর্মসার দৃশ্যমান কঙ্কাল
একবেলা না জোটাতেই আরেক নতুন সকাল ।


ঘর্মেভেজা ক্লান্তদেহে একমুঠো সুখের আশায়
দুঃখ করে ভীত গড়ে যাই সুখ যেন তবু পাই ।