ঘুমের অতলে আরেক ঘুম
স্বপ্ন গুলো অচেতন;
রাত্রি গভীর ব্যাকুল প্রহর
তোমায় ঘিরে আমার মন!


বৃষ্টি ঝরে টিনের চালে
মেঘের সেতো বিসর্জন,
হারানো স্মৃতির প্রীতি জাগে
মৃত্যু গুলো কেন এমন?


মরু ঝড়ের ধূলির মতো
বিদায় বলার নাই সময়,
স্বপ্ন গুলো আশাহত
পূরণের আগেই বিপর্যয় ।


হাসিমুখের শ্বাসটা গেলেই
হয়না কথা নাই উপায়,
সবই আঁধার এক নিমিষেই
মৃত্যু রোগের ঔষধ নাই ।


আহা জীবন! হঠাৎ মরণ
প্রভু তোমার কৃপা চাই,
বাবা-মাকে বাঁচিয়ে রাখো
আমি নাহয় ঝরে যায় ।