রুপে গরীব গরীব ধনে
ভুগছি হতাশায়,
আমলে গরীব বিচার ক্ষণে
আল্লাহ তুমি সহায় ।


কাল থেকে পড়ব নামাজ
ব্রত করলাম শত,
দুদিন কাল মরলে আজ
বলছি নিজেই কত ।


শুনে ভাবি জুমার বয়ান
হয়ে যাবো ভালো,
আসরে সেদিন খেলার ময়দান
নামাজ কাযা হলো ।


মাগরিব গেলো অলসতায়
এশা আমার ফেসবুকে,
ফজর আমি ঘুমেই কাঁটায়
যোহরে খুঁজি টাকাকে ।


তামাশায় গল্প কথায়
গীবত ছাড়া আড্ডা নাই,
যৌন কথা মধুর ভাষায়
গোসল ফরয হইয়া যায় !


দেখি বড় পরের দোষ
নিজে পাপ বুঝিই না,
আমি নাকি ভালো মানুষ!
লোকে বলে জানো না ?


পাপের ভারে আমল বোঝাই
জানে কাতিবীন কিরামান,
তুমি ছাড়া আমি নিরুপায়
ইয়া গাফফার  রাহমান ।


ঢেকেছি হে প্রভু এতোদিন মুখোশে
আজ সঞ্চয় কিছু  নাই,
কখন যে প্রয়াণের ডাক আসে
তোমার আরসে ছায়া চাই ।