ভাবনাতে তুই অষ্টপ্রহর
মনের খাচায় বন্দি,
হতেম নাহয় তোর সহচর
করতি যদি সন্ধি ।


ভীষণ রকম মন খারাপ
তোর আশায় দিবা যায়,
বাপ মায়ে দিচ্ছে চাপ
আমার যে তোকেই চাই ।


আমার ভিতর আমি একা !
তুই ছাড়া সব বড্ড পর,
শরতের আকাশ মেঘে ঢাকা
উঁকি দিচ্ছে মেঘলা ঝড় ।


অপেক্ষাতে বৃষ্টি নামে
রাতের আঁধার জানে,
ভালোবাসা কান্নায় থামে
এই কি তার মানে?


কিছু কষ্ট হয় আপন
আগলে রাখে বিষন্নতায়,
স্বাধীনচেতা ঘুড়ি যখন
নাটাই নিয়ে জীবন কাটায়!


স্বপ্ন তবু বেঁচে থাকার
তুই নামের পোকা,
চাই অধিকার ফিরে পাবার
আমি ভীষণ বোকা ।