রৌদ্রস্নানে বেলকনিতে এলোকেশি চুলে
বেণী করে দিব তোমায় গল্পকথার ছলে ।


অলসদিনে ঘুমে যখন থাকবে ভরদুপুরে
হাতপাখায় দিব বাতাস ঘুমপাড়ানির সুরে ।


বিকেলে যাবো দূর্বাঘাসের  পতিত জমিটায়
গাভী ধরব আমি বকরীছানা তোমার কোলটায় ।


সান্ধকালে প্রদীপ জ্বেলে করবে যখন রান্না,
চুলোর পাশে বসে আমি ধরবো অনেক বায়না ।


পিঁড়িতে বসে উঠোনো পূর্ণিমায় মজবো পিরিতে,
খুনসুটি হবে অনেক অভিযোগ, অভিমান, ইচ্ছাতে ।


ভোররাতে শুনব যখন মুয়াজ্জিনের স্বর
জাগব তখন একসাথে পড়ব ফযর ।


পান্তা খেয়ে লাঙ্গল কাঁধে ছুটব যখন মাঠে
গামছা বেঁধে কপোলেতে চুমু আঁকবে ঠোঁটে ।


রোজদিন কাটবে মোদের এমন চিরন্তন
আয়ু কমে যতদিন না আসে মরণ ।