বেকারের ফাঁকা বুলি মুখে শুধু হায়
চাইলে জানতে,বেকার কি করবো নিরুপায়?
কর্মে নেমে শ্রম দেওয়ার ইচ্ছা যার নাই
তাহাকে অলস ছাড়া বেকার কি বলা যায়?


ডিগ্রি পড়ে টেন্স পারেনা, পারেনা কারক বচন
ইন্টারভিউতে ফেল করে সরকারের নিন্দা কথন,
মামা খালুর দোষ যত, শুনাবে প্রতিক্ষণ
ফেসবুকে মেয়ের পিছু ব্যস্ত সারাক্ষণ ।


রিক্সাআছে, গার্মেন্টস আছে, যাও ইটের ভাটায়
কাজ তো ছোট নয়, সবের মূলে তো টাকায়,
হতাশা, মিথ্যা বুলি,ভন্ডামি, অলসতায়
কাটালে জীবন কার কি আসে যায়?


কে বলো ভাবতে যাবে তোমার জন্য আর?
ব্যস্ত সবাই জুটাতে রোজ দুমুঠো আহার ,
নিজের তাগিদেই পথ খুজো হালাল জীবিকার
সাহায্য চাও আল্লাহর কাছে যিনি আঁধার করুণার ।


বাঁচতে হলে চাইতে হবে হাঁটতে হবে পথ
কাজের সাথে থাকতে হবে হতে হবে সৎ,
লাজটুকু ছাড়তে হবে দ্বিধা করে বধ
শিখতে গেলে ভুল হবে হতে হবে নত ।


হাসিমুখে মানতে হবে ভুলে গিয়ে ক্লান্তি
মশকরা করবেই ওরা না হলেও ভ্রান্তি,
ধৈর্যের সিড়ি বেয়ে ঠিক আসবেই শান্তি
পুরুষের টাকা হলেই দেখা মেলে হৈমন্তী!র্