স্টেজে উঠে গাইতে পারো
বাহবা পাও বাহ !
আযান দিতে লাজে মরো
বলতে পারো নাহ ।
ভুল যদি হয় মনেতে ভয়
মাইক্রোফোন তাই ধরো না,
আরেকজনকে দেখাও বিনয়
আযান দিয়ে দাও না ।
জষ্ঠি মধু চায়ে চুমুক
সুরের চর্চা প্রত্যেহ,
শুধায় তথা না বলুক
উচ্চাঙ্গ ধরো দমসহ ।
কত ছল আযানের বেলায়
সাহস তোমার আসে না,
অন্যদিন আজকে না ভাই
টনসিল, ঠান্ডা বুঝো না !
কত বালাই লোকলজ্জার
সুরটা যদি মন্দ হয়,
খোদার আজ্ঞায় এই সমাচার
মুমিন তোমার কিসের ভয়?
রাখছো বুকে কি ঈমান?
আল্লাহর ডাক ডাকোনা,
শরমে আবার চাইয়ো ত্রাণ
আল্লাহ আমায় বাঁচাও না !