আমি কারো নই কেউ আমার নয়
মিছে প্রেমের খেলা,
বিশ্বাসের মূল্য ভেবে ঘনিয়ে
এলো জীবনের ভেলা ।


বুঝেনি কেউ মাপেনি কেউ
হৃদয়ে ভালোবাসার গভীরতা,
মাধুরী মিশিয়ে দিয়েছি সবই
সাধ্যের ভিতর করিনি কার্পণ্যতা ।


ছায়া হয়ে সংসারে মিশে থাকি
রাখেনা কেউ খোঁজ,
প্রাণটুকুও দিতে রাজি তাদেরই হিতে
যদিও পশ্চাতে ঠেলে বলে দূর হ অনুজ ।


আমি ভাবি তাদের তরে
তাদের মনে হিংসার রসালো মিশ্রণ
অবজ্ঞা ঈর্ষা পরশ্রীকাতরে
দুরত্ব বজায় রাখে সর্বক্ষণ ।


ভোগে না  থাকলেও
দেই নিজের  ভাগ,
দ্বায় থেকে বাঁচতে নিজে
বলুক যা করিনা রাগ ।


সবকিছুরই তো হয় অবসান
হয়তো একদিন বুঝবে,
অনুজের অবজ্ঞা ভুলে
হয়তো কাছে চাইবে ?