ভয় নেই দানব নয়
উদ্যানের সৌন্দর্যে উদাস হই,
অরণ্যের অনুরাগী বন্য না
এইযে ভালোবাসি,শুনো না ?


উল্লাসেই বলছি ভালোবাসি
ওগো সুহাসিনী এলোকেশি,
ভেবো না আমি লোভাতুর
বুঝোনা কেন মনের সুর ?


করি বিনিময় চল্ সব আলাপন
যেভাবে কাটুক কেটে যাক যৌবন,
বিষণ্ণতা,রাগ,অভিমানে যেভাবেই বাঁচা যায়
সদর্পেই বলছি শুনছো, ভালোবাসি তোমায় ।


আমার চঞ্চলতা তোমার সন্দিহান
না জানি কতকিছুই করেছ অনুমান,
আবেগ নয় সত্যি বলছি নিত্য যা কথায় কথায়
ভালোবাসি, শুনছো? এইযে চুপ কেন লজ্জায় ?