যাকে আজ ভাবছ কাছের
রাখছো মনে রাত্রিভোর,
হাসছ পেয়ে সফল প্রেমের
দিচ্ছ ঢেলে প্রেম আদর ।


সব কথায় তুলছ যাকে
বিভোর যার বিশ্বাসে,
বলছ তোমায় ভালো রাখে
মন থেকে ভালোবাসে ।


সম্মতি দেয় মুচকি হেসে
উপরে উঠায় প্রশংসায়,
দেয়না বাধা কোথাও সে
রাগ করেনা কোন কথায়।


চেয়ে দেখ তার দুই চোখে
চাহনিতে কি ভাসে,
ঢেকে তোমায় ডাকছে কাকে
যাচ্ছে ছুটে কার পাশে?


অভিমান নাই দোষ বলেনি
চুপচাপ নির্বাক,
সব মেনে নেয়?গুরুত্ব দেইনি
করেনা কেন রাগ?


অভিযোগ কেন হয়না তার
চপল চলা তোমার পায়,
এড়িয়ে যায় সব সমাচার
থাকছে পাশে কি আশায়?


ভাবছে কি?এমন কেনো
দিচ্ছে সায় নিদ্বিদায়,
মনে কি? ডেকে শুনো
কোনটা সে পেতে চায়।


দেয়না সাড়া নিজে থেকে
তুমি বললেই তাই,
তোমার জন্য পুষছে বুকে
এমনও কি কথা নাই?


বলছিনা ঠেলতে দূরে
কাছেই থাকুক,
ঘোমটা খুলে রাগের সূরে
সত্যি বলুক।


ভেজা বিড়াল বড়ই ভেজাল
দেয়যে ধোকা মায়ায় টেনে,
মাছটা খেয়ে কাটার জন্জাল
দে ফেলে ছুট সন্তপণে।