তার স্মৃতির কাগজে
আমি কলম গুঁজে শুই,
খানিক পড়তে নয়ন ভিজে
বলব কি আর সই ।


উড়ে যাক চিঠি অন্ত্যমিলের
ছিড়ুক বন্ধনের অভিধান,
আজ আমি হবোনা অবাক
করবো না আর অভিমান ।


রাখবো আগলে স্মৃতিচারণে
পিছে পড়ে তাই রই,
ভালোবাসলো প্রয়োজনে
প্রিয়জনতো আমি নই ।


নেই সে! তবু তার
বেহায়া বড় ক্লান্ত মন,
ঘোর কাটুক ভালো লাগার
চাইনা হোক আর আপন ।


হারাবার ভয় নেই
হারিয়ে যাচ্ছে যাক্ গে,
চলুক জীবন যে গতিতেই
ছিলোনা বলব ভাগ্যে ।