নিরপেক্ষতা সবখানে
চুপ অন্যায়ে জেনেও সত্য বচনে ।
প্রতিবাদ নেই, প্রতিবাদী নির্বাসনে
শোষক,শোষণ বাড়ছে সবখানে ।
জালিম, দুর্নীতিবাজ বসি উচ্চাসনে
মত্ত ক্যাসিনোয়,নারী আর মদ্যপানে ।


সুকান্ত নেই, কাব্যে নেই আজ নজরুল
মুহিব নেই, বর্তমানরা প্রেমে মশগুল,
কলমে জোর নেই; মন ভাঙ্গা শব্দের শোরগোল
তেলা কথায় কাব্য এখন কে দিবে তার মাশুল?


অপেক্ষায় নির্যাতিতেরা প্যারালাইসিস রোগে
কতক আবার চোখের ছানির শোকে ,
অনাগত কবির প্রত্যাশায় কবে থেকে
মূক হয়ে দুখ সহে কষ্ট যায় এঁকে ।


তাদের প্রত্যাশা দেখবে  পুনঃ বিদ্রোহ
সাম্যতার সুরে রুখবে অত্যাচারীর দহ ।
হবে সংস্কার, অত্যাচার, শান্তি হবে বহ,
নূতন সমাজ গড়বে গর্বে, কষ্টে রবেনা কেহ ।


কিন্তু অনাগত কবি বুঝেছে কি তাদের আশা?
না বুঝে নি, বুঝেনি, তাদের ভাষা ।
কবির ছন্দে বিদ্রোহ নেই, আছে ব্যর্থ ভালোবাসা
প্রেম, মিলনের ইতিহাস লিখে নষ্ট কবি পেশা ।


কিন্তু কবির প্রেম তো ন্যায়ের সুরে
কবির ভালোবাসা আসবে তো প্রতিবাদের জোরে ।
কবিরা কখনো তো ব্যর্থ নয়, কেন আজ তারা দূরে
যাদের সাথে তার মিলন, কেন চাচ্ছে না ফিরে ?


হে অনাগত কবি, তোমার তরে প্রত্যাশা মোর
তুমিই আনবে ভগ্ন সমাজে নতুন ভোর ।
বাস্তববাদী হও,কলমে আনো বিদ্রোহের সুর
তুমি না জাগলে কিভাবে আসবে বেঁচে থাকার জোর ।