ছোট্ট ডিঙিতে তখন সন্ধ্যারাত
নীলিমায় ঝুলছে মেঘেঢাকা চাঁদ,
মাঝখানে বসি হাতে রেখে হাত
ঢেউয়ের দোলনায় প্রেমের বাজিমাত ।


পাশের বাড়ি টিভি দেখার ছলে
কূট-কৌশলে আঁধার ঠেলে,
লোকলজ্জা, সম্মান ফেলে
দেখার অভিপ্রায়ে আসতে চলে ।


ভয় লাগে না? মাইনষে কি কইবো?
প্রেম করছি ডরাইলে হইবো!
সরল প্রত্যুত্তরে ভেবেছি বুকে জড়াবো
হয়ে উঠেনি সেকালে খারাপ ভাববো ।


মাঝি আমারে ঘরে নিবা না?
লোকে কানাঘুষা করে বুঝোনা
ও মাঝি ঘটক পাঠাবে না?
এই তুমি কিছু কেন বলছ না?


দুই বুবুর হয়নি বিয়ে বাপের প্যারালাইসিস
মার আবার চোখে ছানি সংসারে খুব ক্রাইসিস,
বলছে তোর বাপে লেভেল বুঝে চলিস
স্রোতঠেলে সংসার করস এইটাওতো জানিস ।


কপিলা তুই কপালে নাই নিয়তির ভুলে
পর করে দেয় টাকার হিসাব জন্মেছি গরীব বলে
ভালোবাসাটাই থাকে শুধু বসত নাই কপালে
গরীবের ভালোবাসা নাই হিসাব চাল গালে !


স্মৃতির কুঁড়েঘরে জাগে ফিরে পাওয়ার সাধ
সে তো আমারই' বলে মনকে জানাই সাধুবাদ,
অপূর্ণতায় জীবন চলবে বৃথা সব প্রতিবাদ
ভালোবেসেছি, ভালোবাসি হচ্ছে কি অপরাধ?