কাজে গল্পে ছন্দেতেও
ঊষা সন্ধ্যা রাত,
রাখছি তোমায় মোনাজাতেও
তুলি দুই হাত ।


আমার দীর্ঘশ্বাসে তুমি
নির্ঘুম চোখেও,
সবচেয়ে যেটা দামি
তার ভাবনাতেও ।


হলো কেন এমন বলো তোমায় পাবো না
হৃদয়জুড়ে থাকছো তুমি তবু আমার না ।


বলেনা আজ কেউ
কেমনে থাকো ভালো,
খানিকসময় অভিমানেও
দম বুঝি গেলো।


রাত ফুরাতো আলাপনেও
প্রেমেরি কথায়,
বেবির নাম রেখে দিয়েও
তুমি আজ নাই ।


হলো কেন এমন বলো আমার হলেনা
হৃদয়জুড়ে থাকছো তবু তুমি আমার না ।


আঁতকে উঠি স্বপনেও
চোখ ভেজে জলে,
ভাবো কি আমাকেও
বৃথা কোন ছলে।


বলবো না ফিরতেও
ইচ্ছে হলে এসো,
কম নাহয় আগের চেয়েও
একটু ভালোবেসো ।


হয়তো তোমায় কপালেতে লেখা ছিলনা
হৃদয়জুড়ে থাকছো তবু তুমি আমার না ।