আমি তাকে সুখে দেখতে চেয়েছিলাম
যেভাবেই হোক ,
সে অন্যকে নিয়ে ভালো থাকতে চাই
তবে সে থাকুক ।


নাইবা পেলাম পেলাম কাছে তাকে
মেনে নিচ্ছি শোক,
সত্যি বলছি আজো তার জন্য আমার
ভালোবাসা ভরা বুক।


কি ছলনায় ভাবতে সেটা
কামড়েছে বুড়ো নখ,
চোখাচোখি হয়নি আজকে
টিপটিপ তার চোখ।


দোষ খুঁজেছে যাওয়ার জন্য
বলতে মন্দ লোক,
সেটাই নাহয় দিলাম করে
পেলে তো সুযোগ ।


কত কিছুতেই তো ভুল হয়
তুমিও নাহয় করতে একটি ভুলের শখ,
আমায় পেতে ; পক্ষান্তরে
ছুটছো দূরে বলে ধারণের অপারগ ।


দূর ছাই! বৃথাই করে
যাচ্ছি বকবক,
যে যাবার যাবে চলেই
আঁকবেই ছুতোর ছক ।