ক্লাসরুমের কোলাহল আর নেই
ক্যাপ্টেনের নাম লেখা মিছামিছি,
সিট দখল হারিয়েছে কবেই
তবুও ওখানেই আছি !


সাবধানে মোচড়ানো সমাবেশে
নিজের মত পাঠ করা শপথ,
আড়চোখে চোখাচোখি হলে হেসে
মেয়েদের বলতাম বদ !


টিফিনে দু টাকার আইসক্রিম
টেপ টেনিসের বল,
মাঝেমধ্যে সাব্বিরের ডিম
আজ কত বদল !


কান ধরাটা কলম খেলে
পেট ব্যাথার নামে ছুটি,
দেয়াল টপকে স্কুল ফেলে
বাগানে আড্ডায় জুটি ।


হাসমত স্যারের মৌখিক পড়া
বোর্ডে অঙ্কের ভয়,
পেছন বেঞ্চে গল্প করা
বই দেখে লেখায় জয় !


জরিমানার টাকা দিয়ে
বল ট্যাপের ভাগ,
বারেক স্যার বেত নিয়ে
না খেলার দিতো হাঁক।


বায়োলজি মানেই রিপ্রোডাকশন
মুখ চেপে হাসা,
বিদায় অনুষ্ঠানের আয়োজন
নেতা বনতাম খাসা ।


ভাষা দিবসে ফুল চুরি
মসজিদ ধুতে আগে,
মাধ্যমিকটা যতই স্মরি
কত যে ভালো লাগে ।


ইস পেতাম যদি ফিরে আবার
মাধ্যমিকের দিন !
সাদাকালোর জীবন আমার
সবচেয়ে ছিল রঙিন ।