ভেজাল যখন যাবতীয়
আয়না তবে বাদ কীসে?
কালো বর্ণ হঠাৎ প্রিয়
ফর্সা কালো চাক্ষুসে ।


ব্রণটা কভু মসৃণ বেজায়
হাসি ফুটে উল্লাসে,
চোখের কাছে একি মশায়
লাগছে কেন ফ্যাকাসে?


মূকাভিনয় সামনে পেলেই
রুপ দেখে নিই চমৎকার,
মেকআপ মেখে চিরুনি টেনেই
মলিন বদন পরিষ্কার ।


খেদ করি সাবেক দিনের
ফোকলা দাঁতের হাসিতে,
একি হাল পাকা চুলের
বয়স যায়নি আশিতে !


বায়না করি আয়নার সাথে
গোপনে বলি কথা,
সুখ, অভিমান,শোক, হাসিতে
সেই যে আমার মিতা ।