বাবায় গেলো দাদার আগে
তোরটা যেতে কতক্ষন,
মরার কি আর সিরিয়াল লাগে
জেনেও তুই কেন এমন?


মক্তবে দিল তাও পালালি
মায়ের কথা শুনিস না,
শুক্রবারও ঘুমেই কাটালি
নামাজ পড়তে গেলি না ।


ব্যস্ত থাকিস জুয়ার আসরে
মদ নারীর বিছানায়,
টাকা চুরির ধান্দা করে
খাইলি কসম মিথ্যায় ।


সাধু সাজলি‌ লাল কাপড়ে
পাগলা বাবার দরগায়,
নিজের মা কান্দে ঘরে
ছাগল দিস মানসায় ।


দেখছিস তো বাপের কবরে
কাফন ছাড়া কি গেছে,
এইযে যাচ্ছে জীবন ফুরে
মূল্য কি কোন আছে?


ছাগল খাইলো সাধু শুধু
তার দোয়া কি পূরা হয়?
কামিল পীর দোয়ায় জাদু
দেশের কেন শাসক  নয় ?


মস্করা আর চলবে কত
নামে মুমিন মুসলমান,
নিজের জুলুম নিজের ক্ষত
মূর্খতায় তোর পিছুটান ।


টাকার সুখ সব হিসাব
বুঝিস তবে ধর্ম না?
দিতে হবে নিজের জবাব
আপন ভাবিস সেও না ।


একটু বস সময় করে
অজুহাত আর দেখাস না,
থাকতে সময় আয় ফিরে
মসজিদে ও ভুলোমনা ।