বৃথা করো মিটিং মিছিল
লাভ নেই তার কোনো,
শোষণ করে সাজবে সুশীল
শ্রমিক হিসেবেই চিনো ।


জুলুম করে কাজ করাবে
না বললেই ধমক,
মজুরি দিতে ভান ধরবে
আকঁবে নানা ছক ।


দাস হিসেবেই দেখছো তারে
মূল্য দাওনি পেশার,
দেয় যদি সে কাজটি ছেড়ে
করবে কে কাজ তোমার?


তোমার শুধু তাদের শোষণ
নিপীড়ন আর জ্বালাতন,
যদি হতে গরীব তখন
সইতে কি এ আচরণ ।


মজুর সে কপাল গুনে
তেমনি তুমি জোতদার,
লেখা কি ছিল জন্মক্ষণে?
ধনী তুমি সে লেবার?


আজকে আছে কাল নাই
বাস্তব দেখ ভেবে,
মিছামিছি টাকার বড়াই
করছ কেন তবে?


ভাই বলো মে দিবসে
দাও সংহতির ডাক,
ভদ্রতা ঢেকে মুখোশে
নিজেকে বানাও পাক ।


রঙীন উৎসবে কিসের লাভ?
হুল্লোড় পরে হাহাকার,
ঘামের টাকার পাইনি‌ জবাব
কি হবে তার বিচার?


যে জীবন কাটাতারে
শিকলে বাহু তার,
মে দিবসের চিৎকারে
মুক্তি মিলবে আর?