নারী
তুমি বড়ই চমৎকারী,
মন বসেনা শশুর বাড়ি,
স্বামীর কথায় জারিজুরি,
কথায় কথায় ছলচাতুরি,
শ্বাশুড়ি নাকি অত্যাচারী ।

মিঠে কথাই আলাদা বাড়ি
ননদীকে ডাকো অহংকারী,
স্বামী বললেই মুখ ভারী,
বিয়ের আগেই ভয়ে মরি,
ইচ্ছে করলেই বাপের বাড়ি,
ভয় দেখায়োনা সবি পারি !


পর্দাতো  দিয়েছো ছাড়ি
স্বাধীনতার নামে পীড়াপীড়ি,
দোষ বললেই রোনাজারি,
মামলা ঠুকে কোর্ট কাচারী,
প্রধানমন্ত্রী থেকে নভোচারী,
মহাসাগর ও দিচ্ছো পাড়ি,
সবপেশার সকল সিড়ি,
স্বাধিকার বলে নিয়েছ কাড়ি ।