ভোগবিলাসে বাচবেই কদিন
মানছে না যে আল্লাহর বিধান ,
থেকে যাবে আক্ষেপ ভাববে সেদিন
ইস যদি হতেম মুসলমান ।


জুটছে কত সম্মান খ্যাতি বিত্তে শিক্ষায়
দুনিয়াতেই শেষ সব যার,
কি এলেম গেঁথেছ মগজে যা না ভাবায়
কে তোমার রব পরিচয় কি সত্বার ।


খাওয়ার লক্ষ্য যদি বাঁচিয়ে রাখে
তোমাকে সৃষ্টির মূল কি জানো?
যে পুতুল সৃষ্টিই গড়ে ঈশ্বর বলে ডাকে
নিজেরই প্রাণ নেই সে দিবে প্রাণ তা মানো !


পশ্চিমাকাশে সূর্যোদয়ের আগেই এসো ফিরে
মূর্খতা,গোঁড়ামি, বাপের উপাধি ভুলে,
ঈসা বিশেষ মানবসন্তান পিতাহীন প্রেরিত ভূধরে
দুজনের শাসনে শৃঙ্খলতা চলে?


আল্লাহ একক, পবিত্র ও সর্বশক্তিমান
অথচ তোমরা রব বলো মানবপুত্র ঈসাকে,
নির্ভুল কুরআন মানবজাতির সংবিধান
পবিত্র হয়ে পড়ে দেখো খুঁজে পাবে সব জ্ঞানকে ।