বাঙালি তুমি হার না মানা এক জাতি
এখন কিসের গোলামি তব নেই স্বদেশ প্রীতি?
আমরাই অনন্য, স্বনির্ভর, ভুলে যেওনা খ্যাতি
গোলামি ছাড়ো, শান্তি মিলিবে, হবেনা রক্তারক্তি ।


ভুলে গেছো তিতুমীর, ক্ষুদিরাম
সূর্যসেন প্রীতিলতা,
মুছে দিয়েছিল ব্রিটিশের নাম
শোষণ অরাজকতা ।


দমাতে পারেনি ভাষানীকেও
রক্তপিপাষু ঐ পাক,
শেরে বাংলা, শহীদ জিয়াকেও
মুজিবের হুংকারী হাক ।


কিনেছি রক্তে স্বাধীনতা
ভক্ত কেন বিদেশীর?
কৃতজ্ঞ হও ভ্রাতা
রাখো খোঁজ স্বজাতির ।


ইতিহাস আকড়ে বাচো
নিজের ধর্ম স্বদেশের,
বিবেকে অনেক যাচো
মাতৃভূমিই আপন ঢের ।


অনুকরণে নেই বিকাশ
স্বীয় স্বত্বা রেখে,
পুনশ্চ বাড়ে নাভিশ্বাস
ভেবো যখন শোকে ।


নিজের স্বাধীনতায় রাখবো  স্বাধীন
গৌরবে বাচো বাংলায়,
তোমাদের সেবায় বাঁচি যতদিন
অনুকরণে নয় তবু পুনরায় ।