প্রকাশক নয়রে ওরা
         ওরা সবাই চোর,
লাথি মেরে কররে তাড়া
ভাঙ্ কুম্ভিলের জোর |

মিষ্টি কথায় ভুলায় ছেলে
প্রান্তিক কবি ওদের জালে,
প্রকাশ করার লোভে ফেলে
কবিতা চুরি কূট-কৌশলে |

চর্ম মুখ দেখে যায়কি চেনা?
কার মনে এত বেহায়াপনা,
         সাধু বেশি প্রতারণা
মনোবিজ্ঞানীও বুঝবে না |

বুঝবে কে আসল নকল
চোর মনে হয় এখন সকল,
প্রথম কাব্য খেলো ধকল
এবারো যদি হয় বিকল ?

ভাবনায় পড়ে বছর ধরে
ডায়রি ছিঁড়েছি,কলম ছেড়ে
শব্দ চাষী হয়েছে ভবঘুরে
সাহিত্য থেকে থাকছি দূরে |

প্রত্যাশা করতেও ভয় পাই
পুনঃ প্রকাশের ধান্দায়,
আমার কষ্ট যদি চোরের মালিকানায়,
     নিজের সম্পদ হয়ে যায় ।