পাপাচারে ডুবে আছি স্বাধীনতা পেয়ে
আমলের খাতা শুধু শূন্যই গেছে রয়ে ।


নেই কিছু আখিরাতে চাইবো যে ক্ষমা,
হাশরের কথা ভেবে নেক রাখিনি যে জমা !


পার্থিব নেশাতে হয়ে আছি বিভোর
ধর্মের কথা শুনে কাল থেকে হুজুর ।


দিন শেষে যেতে হবে মনে রাখি না যে
প্রতিক্ষণে মজে থাকি কুকাজেরি মাঝে ।


ডিউটিতে দেরি হবে এলার্ম দিয়ে রাখি
মুয়াজ্জিনে ডেকে যায় আমি ঘুমে থাকি ।


হিসেব রাখি অর্থবিত্ত আরো আছে যা যা
লিখেছি কি কয় ওয়াক্ত নামাজ হইছে কাযা?


মুসলমান কি হয়রে ভাই নিলেই মুসলমানি
নামাজ রোজা না করিলে বৃথা জিন্দেগানি ।


কেমনে দিবো জবাব আছে যত ভ্রান্তি
ক্ষমা করো হে প্রভু পাচ্ছিনা আর শান্তি ।


নফস করো শুদ্ধি ঈমান দাও বাড়িয়ে
বাকি দিন যেন কাটে সুন্নাত জড়িয়ে ।


নেই উপায় অসহায় কৃপা তোমার চাই
স্রষ্টা তুমি সৃষ্টি তোমার নিরাশ করোনা আমায় ।


ইয়া রব,


মালাকুল মউত দাঁড়াবে যেদিন কাছে এসে,
হয় যেন সেই ওয়াক্তের সিজদা দেয়ার শেষে!