লাশ কাটা ঘরের ডিসেকশন টেবিলে
পোষ্টমর্টেমের লাশটা কার?
দ্রব্যমূল্যের দরের ছোবলে
আত্মাহুতি কোন বাবার?


অস্বাভাবিক মৃত্যু ! দেখনি এ ব্রহ্মাণ্ডজুড়ে
সুইসাইড কেন করবে হঠাৎ এমন একটা বুড়ে !
রিপোর্ট লাগবে সাংবাদিক জড়ো শয়ে কতো
কেউ খুঁজেনি কিন্তু আগে তার কি ছিলো ক্ষত!


নোট দেখিয়ে সেবার নামে কামিয়ে নিলো ভোট
জনহিতের অমুক ভাই উল্লাসে করে লুট,
দাম বেড়ে যায়,ক্ষুধা বাড়ে তেল-জলের জীবন
পাচার করে, বাড়িয়ে দেই, গরীবের আস্ফালন ।


আয় নাই,চাকরি নাই, বিদ্যুৎ নাই আরো
রিকশা নিয়ে নামলে পথে পুলিশ বলে ধরো;
কীটনাশকের দামের দশা বাড়ছে সাথে তেলের
টিউশনিও দেইনা কেউ বৃদ্ধ মাষ্টারের !


সব খানেতেই জব্দ গরীব, যন্ত্র মানব যেন
পুলিশ নামে জনতার শুধু, আইন মানেনা কোনো,
রাজনীতি সভায় যাচ্ছে পুলিশ,পাচ্ছে আসন প্রধান
সরকারি আমলার ঠোঁটে সরকারের গুণগান ।


হারিয়ে গেছে দূরদৃষ্টি খাচ্ছে লুটে মন্ত্রী
আপন আখের গোছায় এরা মস্ত ষড়যন্ত্রী ।
যার আছে তার সবই আছে ধান্দাবাজি মস্ত
একাত্তরের চেতনা ধরে ইমিগ্রেশনে ব্যস্ত ।


কী খাবেন? যাবেন কোথায়
মরতে হবে রোগে,
গরীব যে ভাই খুব অসহায়
কত জ্বালায় ভোগে।


রক্তে দেশের স্বাধীনতা! বাকস্বাধীনতার আর্তনাদ
আন্দোলন হয় গণতন্ত্রের, শোষণের কেন সুসংবাদ?
বিদ্রোহ শপথে ক্রোধে ফেটে তরুণের মরণ হুঙ্কার
নিরাপদ সড়ক, ধর্ষণ, দুর্নীতি, গুমের এত হাহাকার!


কত লিখতে হবে রক্তের অক্ষরে বেদনার ইতিহাস
হাদীসের বই ঘরে পেয়ে জঙ্গি সাজিয়ে করে লাশ!
কেন আক্ষেপ ! শিক্ষালয়ে মেয়েকে পাঠিয়ে পিতা
নেতার সাথে রাত কাটাতে বাধ্য করা স্বাধীনতা?


শোকমিছিল নেই, কে করবে আর চিৎকার?
বৃদ্ধ মরছে বাচছে ছেলে খাবার কমছে একটার !
নেই চেতনা ,ভিটে মাটি, মুক্তিযোদ্ধা তকমার
স্রেফ সুইসাইড লিখো, হয়েছে যা হবার !