অতিক্রান্ত দিনের জৌলুস নিয়ে ভাস্বর
ঐতিহ্য দিয়ে দাঁড়িয়ে নাম "জাদুঘর" ।


বুক চেপে অটল দাঁড়িয়ে ক্ষয়িষ্ণু পাথরে
রাজা প্রাসাদ শ্রমিক দ্রোহের ইতিহাস ধরে ,


সভ্যতার জমানো কান্না অট্রালিকায় নিথর
আজ তার নাম 'জাদুঘর' ।


কি জাদু তার ভিতর?
জাদুঘর !
রাজমুকুট,তরবারী, সিংহাসন
পোষাক,মুদ্রা, গল্প,চর, নির্বাসন
চিঠি,চাবুক,লিপী, নির্যাতন
শুরা,হেরেম, বাইজির উল্লাস
আজ সব ইতিহাস ।


চুপচাপ কান পেতে শোন ঐ
নুপুরের নিক্কনে নর্তকীর তাথৈ
সভাকবির বেখাপ্পা ছন্দের লয় ।


কথা থেকে রুপকথা সত্য মিথ্যার ভিতর
জাদু নেই তবু তার নাম "জাদুঘর " ।