একমুঠো রোদ্দুর যদি মুখে এসে পড়ে তোমার, আমি ছায়া হয়ে দাড়াবো ।


সবকিছু তোমার বিপরীতে থাকবে । এই ধরো তুমি ফর্সা আমি কালো, আমি কিছুটা লম্বা তুমি আমার কাঁধ ছুঁই ছুঁই , তোমার গোছালো বচন, চলন সবই মার্জিত, সেদিকেও আমি বিপরীত । সব তোমার বিপরীতে থাকবে শুধু আমার ভালোবাসা ছাড়া ।


থাকতে পারবে না বলো?
হয়তো বলবে আমি আবেগে পাগল হয়ে গেছি ‌। তবে প্রভু জানেন এ নিছক পাগলামি নয় ।


তুমি থেকে যাও
আমার মনের গহীন কোণে অভেদ্য প্রণয়ে
ক্লান্ত দিনের প্রশান্তি আনা এক ঝলক হাসিতে ।


তুমি থেকে যাও
অপূর্ণ ইচ্ছা পূর্ণ হওয়ার বিজয়ে,
শক্ত মুঠোয় আঙুলের ভাঁজে কষ্ট লুকিয়ে ।


নিংশেষে তুমিই থেকে যাও একান্ত হয়ে আমার
এই তুমিতেই পূর্ণ আমি, নয়তো ছাড়খার ।