বাঁচার কোন যুক্তি নেই
মুক্তি তুমি দিলে,
সব দাবি যে তোমাতেই
যেওনা কভু ভুলে ।


আছো তুমি জীবনের দামে
তুমি ছাড়া শব,
হাসি-কান্না তোমার নামে
আপন বলতে সব ।


বিপণন করো সন্দেহের
কাঁদায় গোলাপ ফেলে,
প্রশ্ন কেন বিশ্বাসের
ভালোবেসে কি পেলে?


মন খুড়ে আর দেখলে কোথায়?
সব দিয়েছি অধিকার,
আমার বেলায় সময় নাই
কত অজুহাত ব্যস্ততার ।


আত্বসমর্পণ করি নিজেই
খোঁজবেনা তুমি জানি,
টাইম পাস তোমার কাছেই
প্রেম নিছক বাণী !


কাঁটাতার ঠেলে অবহেলার
প্রিয়জন হতে আসি ফের,
জবাব চাইলে ভালোবাসার
সমস্যা দেখাও ঢের ।


অন্ধের মতোই এড়িয়ে যাই
দেখেও ছিলাম চুপ,
ইদানিং তোমার সাড়া নাই
কোথায় দিলে ডুব?


জীবনকে হয়নি ভালোবাসা
তোমাকে বেসেছি তাই,
নিরাশ করোনা দিয়োনা হতাশা
তোমাকেই  আমি চাই ।