নির্ঘুম রাত, নেই তুমি তাই
একাকীত্বে মন ডুবছে হতাশায় ।
বাড়ছে ক্রমশ অস্থিরতা হচ্ছি ভীষণ উদাস
কি যেন হারিয়ে গেছে সর্বনাশ, সর্বনাশ !


চোখের অশ্রু ঠোঁট বেয়ে
মিশে যায় বালিশে,
চাপাকান্নায় বিড়বিড় করে
  প্রভুকে জানায় নালিশে ।


পথের ধারে যাকেই দেখি
ভেবে উঠি তুমি নাকি,
সবদিক চোখ রাখি
এই বুঝি যাচ্ছ একাকী ।


তুমি নেই, কবিতার খাতা তাই শূন্য
কবি হওয়ার সাধ মম করলে অপূর্ণ ।


তুমি আজ স্মৃতি শুধু
স্মরি তাই কবিতার চয়নে,
ভালো থেকো যাকেই রাখো
মনে তব; আমি বাঁচি নাহয় নির্বাসনে ।