হে প্রভু দাও ছন্দ পাপময় জীবনে
করেছি সহস্র গোনাহ উদ্দাম যৌবনে,
অর্থের জোরে কালো টাকার বসনে
ঘুষ-সুদে কিনে রাজত্ব বসেছি উচ্চাসনে।


জ্ঞানের নামে পার্থিব ডিগ্রিতে মগজ করেছি ভারী
B.A, M.A, Ph.D নয় সে আজ দরকারি,
জানাযায় সামনে কাতারে ডাক পড়ে যখন আমারি
আড়চোখে ইমামকে দেখে জানাযা শেষ করি ।


না পারি পড়তে কিছু উল্টায় শুধু জিহবা
অনেকে হয়তো কপি করে,হাসে দেখে কেউবা।
মিটিংয়ে সভাপতি পাই অনেক বাহবা
অনুতপ্ত নিজের কাছেই করতে চাই তওবা ।


প্রভু তুমি সবই দেখ, দাওনি তবু শাস্তি
নাইট ক্লাবে মেয়েদের সাথে করেছি কত মাস্তি,
মার্কের প্রলোভনে ছাত্রীর সাথে ধস্তাধস্তি
রিলিফের টাকা মেরেও পায়নি মনে স্বস্তি ।


জমিজমা বাড়ি-গাড়ি,দিয়েছ স্ত্রী সন্তান
পেয়েছি অনেক খ্যাতি, বাড়িয়েছ মান,
অনুশোচনায় দগ্ধ আমি নিভে যাবে যে প্রাণ
এতদিনে পেয়েছি প্রভু সত্যের সন্ধান ।


জানিনা সহীহ সালাত, পারিনা পড়তে কোরআন
উত্তরাধিকারেই বেঁচে আছি আমি মুসলমান।
জুমুআর নামাজে খুশবু লাগিয়ে সালাতে দন্ডায়মান
সেহরি খায়নি কভু, রাখিনি খোঁজ রমজান ।


দাঁড়ি কেটে রেখেছি গোঁফ লম্বা ঘন কালো
ভেতরে ভন্ডামি লোকে জানে ভালো,
তুমি মুক্তিদাতা হৃদয়ে ঈমান ডালো
সত্যের দিশারী চাই হতে মনে সুন্নত জ্বালো ।


দাও হে প্রভু শক্তি মোরে উঠে দাঁড়াবার
শরীয়তের কথা মানতে রাসূলের পথে হাঁটার।
আলীর মত বজ্রের ন্যায় সত্য হুংকার
উমরের মত স্বীয় কার্যে অটল থাকবার ।


বুঝলাম অনেক পরে দুনিয়া শুধুই ধোঁকা
পথভ্রষ্ট এই আমি ছিলাম এতদিন বোকা,
পাপিষ্ঠ হয়েও মিথ্যে সেজেছিলাম কচি খোকা
গাফেলের নেতা আমি মুমিনের জন্য পোকা ।


হে প্রভু সুযোগ দাও করি পাপমোচন
মুমিন হওয়ার গৌরব দাও,চাই না আর ধন,
রিযিক দাও হালাল, ন্যায়ে দৃঢ় কথন
সর্বাবস্থায় তোমার ধ্যানে থাকে যেন তনুমন।