নৈঃশব্দ্যের স্মৃতি ক্ষতে
আজ কারোও হৃদয় পুড়ে;
সযতনে বিকায়ে আপনারে
পার্ট, হোটেল, নির্জন বিছানাতে ।


ভ্যালেন্টাইন ভালোবাসারই দিন
কিছু না করলে কি হয়
সেতো আমারই; মিছক স্বপ্ন তো নয়
শুদ্ধতায় বাঁচাতে প্রেম বাড়িয়ে দিল ঋণ ।


খেলা শেষ ফলাফল পেয়ে রেফারি খুঁজে কে আর
সন্দেহ বাড়ে ক্রমশ চাইলেই পাওয়া যায়?
না জানি আরো কত ছি! ঘুরে ভাবনায়
ভাঙনের কেতন উড়ে কসম খাওয়া ভরষার।


বেদনার দাগ কেটে তারপর আলাদা
মিথ্যা রটিয়ে দুদিকে দুজনা
বিশ্বাসে সন্দেহের স্থাপনা
এভাবেই হয়ে যায় খুব চেনা অচেনা ।


বছর পদার্পনে ভুলের নাভিশ্বাস
কালশীটে হৃদয়ে আসে চৈদদো,
অনুতাপ ভারী করে শ্বাস হয় রুদ্ধ
বিশ্বাস করাতে আর নাহোক সর্বনাশ ।