হৃদয় ভরে যায় বিরহে
কে বলেরে শূন্য হৃদয়?
আমি ছাড়া কে সহে ?
মিথ্যা প্রেমের অভিনয় ।


হাসির মাঝে প্রেম আঁকি
তুমি কান্নায় করো ছলনা,
দীর্ঘশ্বাসে মৃত্যু ডাকি
জেনেও তুমি আমার না ।


অবহেলাতেও আসক্তি আমার
জড়িয়ে রাখি ভালোবাসায়,
নিজেকেই দিচ্ছি ছাড়
একতরফা অপেক্ষায় ।


বিধ্বস্ত এই মনের শহরে
চিবুক ভেজে জলে,
রাখছো কাকে বুকের পাঁজরে?
আমায় দূরে ঠেলে?


রাতের কান্না শুনতো পারো?
হয়না নাকি শাব্য?
শুনেছি তুমি অন্য কারো
নিশি রাতের কাব্য !


বলে দিতে পারো মুক্তি দেবো
হোক বেদনার আনাগোনা,
চশমার আড়ালে জল লুকাবো
সত্যটা তবু হোক জানা ।


মুঠো বন্দি হাহাকার
মনে বিরহের অভ্যূস্থান,
শুনবো আজ তুমি কার?
বলো, পেতে রেখেছি কান ।


নিঃসঙ্গতা প্রহরী হোক
লিখব ব্যর্থ প্রেমের উপন্যাস,
ভালোবাসা শশ্মান হোক
সত্যি আনুক দীর্ঘশ্বাস ।