কার ঘরের চাবি কে পেয়ে যায়
যে ছিল পাওয়ার সে ঘরে নাই,
বিশ্বাসে যে ভালোবেসে যায়
সে কেনো আজ এত উপেক্ষায় ।


ভুলে যাও সবি আমি ভুলি নাই,
লোভের প্রণোদনায়,
ভালোবাসার মূল্য দিতে শিখো নাই ।


শুনছে সব কথা থাকছে যে চুপ
বিরক্ত করে ভালোবাসে খুব,
মন তুমি খুজোনা খুজো বেড়াও রুপ
বুঝেও সহে যায় করেনা ক্ষোভ ।


ছেড়ে যাও, না থাকলেই কি আসে যায়
ভান করেছো, ভালোবাসো নাই ।


ভুলে যাও সবি আমি ভুলি নাই,
লোভের প্রণোদনায়,
ভালোবাসার মূল্য দিতে শিখো নাই ।


ছেড়েই দিবে যদি দাওনি কেন এতদিন
বাড়িয়েছ আশায় রেখে প্রেমের ঋণ,
ঠিকই তো ডাকতে কাছে বলতে সোনার হরিণ
চেনা মুখ কেন তোমার আজ লাগছে এত অচীন?


ভেবে নাও, স্বার্থটাই কি বড় হায়
টাকার কাছে কি ভালোবাসার মূল্য নাই?


ভুলে যাও সবি আমি ভুলি নাই,
লোভের প্রণোদনায়,
ভালোবাসার মূল্য দিতে শিখো নাই ।