কচুরিপানার মতো
নীরস শাখা,কান্ড ছড়িয়ে শতো
ভেসে বেড়ায় এ পুকুর ও খাল পাশে যতো
স্থানান্তর আমার অবিরত ।


রোদ্দুরে অটল মজা পুকুরের কোণে
মীন, শৈবাল, জলজে মিশে সবখানে
শরতে পুষ্পের লোভে তুলে চোখ সাবধানে
স্বীয় বিসর্জন দেই নিসংকোচে নির্দয় মানবমনে।


কারো গাভীর খাদ্য আমি,কখনো উনুনের জ্বালানি
নীরসের এত রস আমি নিজেও তা ভাবিনি?
চষা জমিতে কেউ মাটি চেপে দেয় বাঁধনি
জৈব সার আমি, সালোকে বাঁচায় থানকুনি ।


এতকিছু নয়তো বিশাল তাইতো উপেক্ষিত
মাড়িয়ে যায় দেয় তাড়িয়ে সদা থাকি কম্পিত
নীরসরাই বিনীত  হয়না উদ্ধত
সহ্য করে চোখ বুঝে যতই হোক হেলিত ।


দুঃখ নেই মম কারণ আমি তো আছি
আপনা বিসর্জনে জীবের জীবনে মিশি ।