প্রচুর দুরত্ব হয়ে আছো তুমি,
থাকো যোজন যোজন দুরে।
তোমার তীরে ভীড়ায় তরী,
সাঁঝের বেলায় জ্বলে লন্ঠন-কুপি।


নির্ঘুম রাতে হয় জীবনের হিসাব,
রোজ প্রভাতে নব স্বপ্নের বিনাশ।
সময়ের বৃত্তে থামতে থামতে চলা,
ধুলি আর মেঠো পথের মায়া।


ব্যস্ত দিনের ফাকেঁ একটুখানি দম,
ছুটে সময়ের লাগামে জিমিয়ে পরা।
বেলাতে অবেলার পুঁথি-পঞ্জিকা পাঠ,
হন্য হয়ে আত্নকে শুধরিয়ে নেওয়া।


অপরাহ্নে ঘার্মাক্ত শরীরে নীড়ে ফেরা,
ফ্যাকাশে বদনে কুচিকুচি ছেঁড়া স্বপ্ন।
নীল আকাশটা আবীর রংয়ের হওয়া,
তারপর আবারও জীবন আবর্তে ঘুরা।


সময়ের বৃত্তে ঘুরছে জীবন,
জীবনের প্রয়োজনে হয় পথচলা,
তোমায় নিয়ে ভাসাই জীবন ভেলা,
তবু কেন মোর এতো অবহেলা?