অামি পদ্ম থাকিবো কেবল দীঘির জলে,
হারা অামার শোভা পায় শৈবালের ছলে?


অামি লন্ঠন থাকিবো কেবল অাধাঁর ঘরে,
হাত বাড়ানো শোভা পায় আকাশের তরে?


অামি ডাহুক থাকিবো কেবল ডুুমুরের ডালে,
ডানা মেলা কি শোভা পায় ঈগলের পালে?


অামি পুটিঁ থাকিবো কেবল পুকুরের তলে,
বসত অামার শোভা পায় ইলিশের দলে?


অামি কাশফুল থাকিবো কেবল বেনু বনে,
খোপার বাধঁনে কি শোভা পায় প্রিয় জনে?


অামি ঘুড়ি উড়িবো কেবল অাকাশ পানে,
বন্দীত্ব কি শোভা পায় মিছে বাধঁন টানে?