বুকের মধ্যে দিয়ে এক নদী বয়ে গেছে,
দু'পাড়ে কেবল ঢেউ অাছড়ে কূল ভাঙ্গে।
মাঝে মাঝে বুকের নদীতে বান ডাকে,
সব কিছু জলের তোড়ে ভাসিয়ে দেয়।
অামার নদীটি চিরকাল এমন ছিল না,
এই কিছুদিনে হঠাৎ স্বভাবের পরিবর্তন,
সব কিছু যেন অাগের মতন করে বয় না।
এখন নদীটি উত্তাল কিন্তু ক'দিন অাগেও
বেশ শান্ত, রুক্ষ বাকেঁ জল নিয়ে বয়ে যেত।
অবশ্যই নদীরও দুঃখ, যন্ত্রনা থাকতে পারে,
বুকের নদীতে কি একই স্রোতধারা থাকে?
কিছু হারানোর অার প্রাপ্তির সুখস্মৃতি নিয়ে
বুকে পাথর চেপে নদী বয়ে চলে মৃত্যুবধি।