তোমার দেওয়া খেয়ালের ট্যাটো
এখনো শরীরে আছে
কিন্তু আমরা পারিনি টিকাতে
হেরেছি সম্পর্কের কাছে।


সফলতা দেখে কাছে এসে
বন্ধু হয়েছে অনেক
শূণ্য আমায় পরিপূর্ণ করতে
পাইনি এমন এক!


একদিন আমারও শেষ দেখবে
চলে যাবো অনেক দূরে
দেখা দিতে না চাইলেও
ভাগ্য আমাদের মিলাবে ঠিক
ধরা দিবে কোন প্রান্তরে?


যেদিন গিয়েছিলাম তোমার আঙ্গিনায়
কেন দাওনি দেখা?
বুঝোনি কেন হৃৎপিণ্ডের কাঁপন
কেন করোনি জড়িয়ে আপন?


একটু স্পর্শে মেতে উঠতাম
তোমার নীল শাড়ী আর লম্বা ব্লাউজ
ঘামের নয়তো চুলের সুভাষ
নিত্য নতুন নেশায় মুগ্ধ হতাম
কেন ছুঁয়ে দেখোনি আমার আকাশ?


চেতনাহীন মনের পরিবর্তনে
বৃক্ষ হয়েছি
রোদের তাপ বা ঝড়ের আঘাত
অনায়াসে সইতে শিখেছি


হতেই পারে দুরুত্ব বেড়েছে
তবুও কি হৃদয় ফিরে না অতীতে?
শুকনো প্রাণে পানি দিয়ে
রজনীগন্ধায় প্রেম জমাতে?