ঘরে আজ টিকছে না মন
নিশ্বাসের দরকার সেই গাছগুলো,
যেখানে রয়েছে আবেগপূর্ণ স্মৃতি
ভুলেনি রাস্তার ঘাসগুলো!


মনের আকাশে ফাটল ধরলো
যখন ফিরে দেখা হয় সুখের কূল,
নতুন অধ্যায় লিখতে যাইনি তোর ঠিকানায়
ভাবছি ছিল কার ভুল!


কখনো কি আমার মতো দুই চোখ ভরে জলে?
তোমার রাজ্যের আকাশ কি কখনো ভাঙ্গে?
তোমার মনের পাখিরা কি গায়না মধুর গান?
কখনো কি সখির জন্য দিতে পারবে প্রাণ?


সকল শব্দে ডেকেও কাল পাইনি যার দেখা
আজ তাই শব্দ ছেড়ে নিরবে ভাবি একা,
লোকে বলে ভালোবাসা, বন্ধুরা বলে আবেগ
জীবনে আসে এমন এক, বুঝেনা যেই সখা!


যখন ছিলাম তোমার মানিক রতন
তখনও বুঝোনি, করনি যতন
শুনো হে অভিমানী, শুনো হে নিষ্ঠুর প্রাণী
এখনো গুনছি প্রহর, কবে হবে আমার রাণী।


রাস্তা এখনো ভুলিনি দেখো
জানা আছে দরজা, আপন তোমার এই মাটি,
পা রেখেছি তোমার ভুবনে
প্রত্যাখ্যান জেনেও রোজ সাজি।


যে সৌন্দর্যের মুগ্ধতায় ছিলাম বেশ
পুড়ে গেল সব সম্পর্ক
অভিমান, রাগ আর ভুল বুঝাকে ঘিরে
মিষ্টি মুখে খুশি ছিলে, এখন কেন দূরে?
আকৃষ্ট সেই তোমাকেই চাই
সারা দাও স্বপ্নচারীর সুরে।