এক অনন্য আকাশে উড়তে চাই
পরীর মতো ডানা কোথায় পাই?
মুগ্ধকর পরিবেশে বাঁচতে চাই
এমন শহর বলো কোথায় পাই?


মায়া ভরা বনে হারাতে চাই
শুদ্ধ শ্বাসের থাকবে না ভয়
গাছ  ও প্রাণী করবে আপন,
রাজা হতে চাই পুরো বনের
আছো কি কেউ আমার মতন?


এক অসীম সমুদ্রের সঙ্গী হবো
সাঁতার কেটে তৃষ্ণা মিটাবো
নদী কখনো ডুবতে দিবে না
এমন ভালোবাসা কোথায় পাবো?


মাঝির যেমন আপন নদী
আমার আপন সৃষ্টিকর্তার ভূবণ
বুকে আগলে রক্ষা করে
সবুজ ধরা কে করবো যতন।


প্রকৃতি কখনো রাগ করেনি
পৈশাচিক মনে কতো কামনা
ক্ষতি ছাড়া যারা সমাধান খুঁজে না,
মরার পর যাবে যেই ঠিকানায়
মাটি তোমায় আপন করবে না।


নামমাত্র মানুষ সবাই
সময় নেই কারো একটু ভাবার
কেন ধ্বংস করছি? পোড়াচ্ছি নিজেদের?
কেন জ্ঞানী হয়েও মুখোশধারী ব্যক্তিত্ব?
একদিন হিসাবের শেষ দেখবো
ছিন্নভিন্ন হবে সবার অস্তিত্ব।