পথের ধুলো মিশেছে আমার মনে
মিশ্রিত সব নজর কেড়েছে তাকে,
সন্ধ্যামালতী খোঁজায় ব্যস্ততার ছলনা
কোন দুঃস্বপ্নে আমায় পাবে ভেবো না।


হৃদয়ের পাঁজরে আঁকা এ কেমন ছিদ্র?
চেতনাহীন মনে বর্বরতায় দেহ জীর্ণশীর্ণ।
কথা ছিল চাঁদের হাসিতে করবে আমায় ধন্য
কিন্তু হৃদয়ের খাতায় আজ আমার নাম শূন্য।


রক্তাক্ত এই দেহে আর কতো পদার্পণ?
প্রাণ রক্ষায় আসেনি কেউ!
তৃপ্তিদ্বায়ী জলের খোঁজে সমুদ্রে হার মানিনি
শূন্য ঘরে ভাবছো জয় করবে সমুদ্রের ঢেউ?


সময়ের সাথে চাহিদা বদলায়
রঙ্গের পরিবর্তনে শখের ভিন্ন মোহ
বদলানোর বিবর্তনে অন্ধ সজ্জায়
অমানবিক ধরা সৃষ্টিই মূল অভিপ্রায়।


তৃষ্ণা মেটাই যৌবনে, নানান বিধিভঙ্গে
আমি চরিত্রহীন, বিষ আমার প্রতি অঙ্গে
উষ্ণতা আসে তোমার গন্ধে, মাতাল হতে চায়
তৃপ্তি ছাড়া অস্তিত্ব আমার গভীর সান্তনা।