কেন এসেছো রংহীন ক্যানভাসে?
আলগা বাঁধনে ঝাঁঝালো শরীরে
পেতে চাও আমায় মিথ্যে হেসে?
মিশতে চাও ঘামে ভেজা আমাতে?
তবে কেন এসেছো কাজল ছাড়া সেজে?


কেন অনুভব করো নিস্তব্ধ রাতে?
রিমঝিম বৃষ্টি আর তোমার পাগলামো,
কোন কিছুই পারবেনা আমায় মানাতে
এই শহর আমার মস্তিষ্ক চুষেছে
আমি দিব্যি ভালো নিজের সাথে।


তোমার তৃষ্ণা মিটেনা রক্ত ছাড়া
কেন তুমি মাতাল? কেন ছন্নছাড়া?
ঘৃণা চেপে আসবে আধাঁর পথে?
পৈছাসিক স্পর্শে আমি গলবো না।


এমন যৌবন চেয়েছিলে তুমি
যা দিতে পারবো না কোনদিন
জাগতিক নিয়ম নয়তো এমন
একাকিত্বে শেষ কাটাতে হবে
চাহিদাহীন অন্ধ মানুষ যেমন।


বরং একদিন জাগাতে আসিও
খাটের পাশে পিড়িতে বসিও
তোমার সতীত্ব দিতে পাগল হলেও
তোমার প্রেমে ডুব দিবো না।