কি আছে এ বন্ধুত্বের মূল্যতা?
যেখানে
   বিন্দুমাত্র মিলেনা'কো খবর।
অসুস্থতায় যখন বিভোর হয়ে থাকি
   অনিদ্রায়,সাড়াজাগানো জ্বলন্ত
     অনুভূতি কুড়ে খায় তবু  ব্যস্ততায়
তুমি বিভোর।


বন্ধুত্বের দোহাই দিতে চাইনা 'চাইনা
  কোন আবদার,  তোমার একটা
  খোঁজেই হয়তো মিলতো ভালবাসার
     আশ্বাস।


কি আছে এ বন্ধুত্বের মূল্য?
সময়ে অসময়ে যে বিলুপ্তপ্রায়, চির চেনা
  হয়ে যায় অচেনায়, নিদ্রালু ভঙ্গিমায়
   যে বলে আমি আছি তোমারি পাশে!
ঘুমের শেষে হাত বাড়িয়ে দেখি এ যে স্বপ্নের আবেশে।


কি আছে এ বন্ধুত্বের মূল্য?
যে কিনা বলেছিল তুমি কি থাকবে
সারাজীবন আপন মনে, সে আজ
   নিজের সত্তা ভুলে ঘুরছে ভবঘুরে।
তবুও তাহার পানে সন্ধ্যে প্রদীপ দেখি আমার দু নয়নে।


কি আছে এ বন্ধুত্বের মূল্য?
বন্ধুত্বের মূল্যতায় হয়না বিচার, বন্ধু
আমরা সবাই সবার।
   হয়তো সে আছে ব্যস্ত তাই কি
   ভাববো অপদস্থ?
কিসের অপদস্থ? বন্ধু মানে সম্পর্কের
   ঐই সেরা,বন্ধু মানে জগত সংসার
  আনন্দে যে ঘেরা।