কল্পনার চিত্র হটাৎ লোচনে আবৃতি
করে, কিছু সংশয় কিছু অদূর অনাগত
করে মোরে মুমূর্ষু।
সন্ধ্যে ঘনিয়ে এলো দেখিলাম তোমায়
নিজ নয়ন জুরে, কত শত বছর পরে
আবারো পশ্চাৎ আমার তোরে।

হটাৎ বিদ্যুৎ চমকানো, উষ্ণ সন্ধ্যে,
ফিরিলো হিমেল হাওয়া, কোলাহলে
পূর্ণ চারপাশ শুধু বাকরোধ আমি
হওয়া।
বাস্তবতা করেছিল দাঁড়া শঙ্কাময় কিছু
সত্যের সাথে, শিরদাঁড় গ্লানিতে
ধুমড়ে- মুচড়ে আমার অভিভূত করে।


স্তব্ধতা ভুলে গিয়ে ধারণ করিলাম
সাধুতায়, ছোট্ট কথা বলিতে গিয়েও
বারা বার ঝোপে পরে যাই।
অবশেষে কিছু কথোপকথন সংকীর্ণ
সময়ে, বিদায় বেলাতে আসিলো বৃষ্টি
ভিজিয়েছে হৃদয়ো শীতল জমিনে।