পড়ন্ত বিকেলটা মধুরিত গুনগুন শব্দে,
সবাই যে নিশ্চুপ শুধু মুখরিত বই আর
    ওষ্ঠে।
সহস্র তাক আর অজস্র কেদারা
     পরিস্ফুটিত পুস্তকে,
আমি আমার মত সবাই সবার মত
     গুনগুন শব্দে।
কেউবা আড্ডাতে কেউবা স্টাডি তবুও
    নিশ্চুপ পাড়ি,
পৃথিবীর এক নম্র স্থান আমাদের এই
    লাইব্রেরী।
নতুন মুখ, নতুন অগ্রযাত্রা সব কিছু
   এখানেই শুরু,
চিন্তা চেতনা নিজেকে পাল্টানোর
   ভান্ডার এখানেই পুরু।
কিছুটা শিক্ষা, কিছুটা দীক্ষা সব কিছু
   এখানেই মিলে,  
এযে এক শিক্ষার নগরী আমাদের
   লাইব্রেরী বলে।
রবীন্দ্রনাথ, জসিম উদ্দিন আর নজরুল
   শিখেছেন নিজেদের প্রচেষ্টায়,
আমরা শিখিতে চাই তাহাদের দেয়া
  সহায়ক পুস্তিকায়।
আমি স্বপ্ন মুখোর দেখিতে ভালবাসি
   অজস্র সৃজন স্বপ্ন,
প্রতিটা স্বপ্নের পথচলা আবদ্ধ
   লাইব্রেরীতে পূর্ণ।