ছোট্ট এই ভাষার মাঝে বয়ে যায়
অবিরাম সুখ, যখন তোমায় ডাকি
মাগো ভরে যায় বুক।
মা কথাটি ছোট্ট হলেও মিষ্টি মধুই ভরা,
ছোট্ট স্বরেও শান্তি মিলে হৃদয়ে জাগে
সাড়া।
দশ মাস গর্ভে যখন ধরেছিল মা,
হাজার কষ্টেও ছেড়ে দেয়নি সয়েছে
যন্ত্রণা।
জন্মের পরে বুঝতো না কেউ আমার
ক্ষুধার্ত কান্না, কর্ম ছেড়ে ছুটে আসতো
বুঝতো আমার মা।
শৈশব থেকে কৈশোরে এলাম মায়ের
হাতটি ধরে, চোখেরজল ঝরাতে
দেয়নি আমার নয়ন জুড়ে।
আদর ভরে ডাকতো আমায় বাবু-
খোকা বলে, কিছু যদি হত আমার রাত পোহাত মায়ের কোলে।
ঘরের কনে মুখ লুকিয়ে কাঁদিত যখন
মা, বুঝতে আমাদের দেয়নি কভু
তাহার যন্ত্রণা।
ম্লান হাসি মুখে নিয়ে থাকতো সবার
সাথে, আমার দেখা শেরা নারী
আমার মা সে।
তোমায় নিয়ে বলবো কি মা আমার
ছোট্ট মুখে, সারাজীবন খেদমতেও
পারবো না ঋণ সুধরাতে।
কষ্ট তোমায় দিব না কভু যদিও হয়ে
যায়, ক্ষমা আমায় করে দিও তোমার
ভালবাসায়।
সর্বকালের শেরা তুমি আমার প্রিয় মা!
পরের জন্মে জন্মাতে চাই তোমারি
কোলে মা।
ভালো থাকো সর্বসময় এ দোয়াই করি,
তোমার কোলে মাথা রেখে আমি যেন
মরি।
মা তোমাতে হয় না তুলনা!
তুমি তো শুধুই মা আমার মা💜
রচনাকাল : ২১সেপ্টেম্বর ২০১৭
সময়. ০১:৪২