আজও আশায় বাধে ঘর।                         যেখানে রইব না মুই চিরতর।                     একদিন হারিয়ে যাইবে মোর প্রাণ।                            বিলীন হইবে যত অহংকার।                       ভাবিনা কখনও এ ধরনীর তরে,                    রাজ করিয়া যাইব সারা বছরে।                     একথা সত্য নাহি জানে এ মন।                       কোন জীব বাঁচিয়াছে হাজারও জনম।               হাতে হাতে সাথে সাথে কেটে যায় বেলা          কাজ কর্ম ফেলে রেখে ঘুমায় এ্যাকেলা।           পৃথিবীর যত নিয়ম রে ভাই পৃথিবীতে রয়।            পাপ পূণ্যের হিসাব সব হাতে কইরা লয়।             সময় থাকিতে রবের করি ইবাদাত তবে পাপ হতে পূণ্য হবে জান্নাতি সম্পদ।