হঠাৎ একদিন পাহাড় যাবো,
মেঘের পানে হাত বাড়াবো!
মেঘকে ছুয়ে, খুব গোপনে সুধাবো!
মনে পড়ে?
সেই যে আমরা পাশাপাশি ছিলাম এক-ই গায়ে!
তুমি বলেছিলে, শহর ঘুরে এসে আমায় গল্প শোনাবে।
কৈ আর যে কখনো গায়ে ফেরোনি!
তোমার কি কখনো আমায় মনে পড়েনি?
নাকি আমায় বন্ধু ভাবনি!
তুমি তো বলেছিলে অপেক্ষা করতে,
আমি তো অপেক্ষা করছিলাম
এখনো তো আমি অপেক্ষারত।
এতো গুলো বছর তো কেটেই গেছে
এটা কি দীর্ঘ সময় নয়?
তুমি বলেছিলে বটে, এক জনমে সব বন্ধুত্ব পূর্ণতা পায় না
তবে কি এ অপেক্ষা পর জনমের?
মনে আছে তোমার?
গায়ের পশ্চিম ধারে, বট তলার মেলার কথা?
অনেক গুলো উপহার কিনেছিলাম মেলা থেকে,
এখনো খোলা হয়নি তুমি ফিরবে বলে।
এখন বৃষ্টি এলেই নিজেকে গুটিয়ে নেই,
তুমি ছাড়া বৃষ্টি বিষাদ লাগে।
আর কতোটা অপেক্ষা করতে হবে?
আর কতোটা অপেক্ষা করলে তুমি ফিরবে?